ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। ‘জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে’ অজ্ঞান করে মা ও কিশোরী মেয়েকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)।
সোমবার (২১ জুলাই) রাতে পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নম্বর ক্যাম্পের বি-ব্লকে এই লোমহর্ষক ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন—একই ক্যাম্পের ছৈয়দ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (৫০) এবং মোহাম্মদ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (১৯)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে মা ও মেয়েকে খাওয়ায়। কিছু সময় পর তারা অচেতন হয়ে পড়লে অভিযুক্তরা পালাক্রমে ধর্ষণ করে ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে ভুক্তভোগীদের জ্ঞান ফেরার পর তারা পরিবার ও প্রশাসনকে বিষয়টি জানায়। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী মা ও মেয়েকে শারীরিক পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন ওসি।