ছবি : সংগৃহীত
শরীয়তপুর-ঢাকা সড়কের মাঝিরহাট এলাকায় স্লোগান দিয়ে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ও কর্মীদের বিরুদ্ধে। এ সময় খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিলে পালিয়ে যায় তারা।
রোববার (২০ জুলাই) নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার দিনগত মধ্যরাতে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হরতাল ও অন্তর্বর্তীকালীন সরকার ড. ইউনূস সরকারের পদত্যাগ দাবীতে স্লোগান দেন।অবরোধ চেষ্টার ১ মিনিট ২৪ সেকেন্ডের এমন একটি ভিডিও শরীয়তপুর জেলা ছাত্রলীগের ফেসবুক পেইজে শেয়ার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গেলো বছরের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি নিয়ে তেমন প্রকাশ্যে আসেননি। শুধুমাত্র ১৫ আগস্ট জাজিরার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদারের নেতৃত্বে আওয়ামী লীগ একটি কর্মসূচী পালন করেন। তবে তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ গোপনে বিভিন্ন সময় মশাল মিছিল ও পোস্টার টাঙিয়েছেন।
শনিবার তেমনি গভীর রাতে ঢাকা-শরীয়তপুর সড়কের নড়িয়া উপজেলার নশাসন মাঝিরহাট এলাকায় ১০-১২টি মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় ছাত্রলীগের ২৫ থেকে ৩০ জন লোক। এসময় তারা আতঙ্ক সৃষ্টি করতে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালায়। এ সময় খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় অবরোধকারীরা।
এ ব্যাপারে নড়িয়া থানার ওসি বলেন, রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু ছেলেপেলে নশাসন এলাকার সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা চালায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা। আমরা তাদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।