ছবি : সংগৃহীত
খুলনায় বিষাক্ত মদপানে আরও ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার থুকড়ো বাজার এলাকায় ঘটে। দুজনের একজনের শুক্রবার রাতে এবং অপরজনের শনিবার রাতে মৃত্যু হয়েছে।
রোববার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা।নতুন করে নিহত দুজন হলেন- থুকড়ো বাজার এলাকার বাসিন্দা রেজওয়ান গাজীর ছেলে রবিউল গাজী ও একই এলাকার বাসিন্দা জাবের সরদারের ছেলে রাসেল সরদার।
এর আগে খুলনা মহানগরীতে ৪ জনের মৃত্যু হয় একই কারণে। এতে গত চারদিনে খুলনা জেলা ও মহানগরীতে প্রাণ হারালেন মোট ছয়জন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে তারা দুজনই স্পিরিট জাতীয় অ্যালকোহল পান করেন। রাতে রবিউলের অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়ে মরদেহ দাফন করেন। ময়নাতদন্ত হয়নি।
অন্যদিকে রাসেল সরদার (৩৫) অসুস্থ হয়ে পড়লে তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তারও মৃত্যু হয়। পরে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। রবিউল গাজী ও রাসেল সরদার নামে দুজন মারা গেছেন।
উল্লেখ্য, শুক্রবার ও শনিবার বিকেলে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় চারজনের মৃত্যু হয়। তারা হলেন—বয়রা সেরের মোড় এলাকার বাবু (৫০), মধ্যপাড়ার সাবু (৬০), জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭) এবং পাবলিক কলেজের পেছনের এলাকার তোতা (৬০)। তোতার মরদেহ বরিশালের গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।