ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ ভাড়া বাসা থেকে এনামুল হক (৪৭) নামে রেলওয়ের এক সহকারী ট্রেনচালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে পৌর এলাকার মসজিদপাড়ার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত এনামুল হক কুষ্টিয়ার মীরপুর উপজেলার বারুইপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি আখাউড়া রেলওয়ে লোকোসেডে সহকারী ট্রেনচালক হিসেবে কর্মরত ছিলেন।
লোকোসেড সূত্রে জানা গেছে, এনামুল হক সর্বশেষ ১৪ জুলাই রাত ১০টা থেকে ১৫ জুলাই সকাল ৬টা পর্যন্ত ডিউটি করেন। এরপর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ে করলেও সেই স্ত্রীও তার সঙ্গে থাকতেন না। সন্তান না থাকায় তিনি আরও ভেঙে পড়েন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, এনামুল হক মসজিদপাড়ায় একা ভাড়া বাসায় থাকতেন। কয়েকদিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে ও বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় গলিত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগেই তার মৃত্যু হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা ময়নাতদন্ত রিপোর্টের পর স্পষ্ট হবে।