ছবি :সংগৃহীত
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার তিমিরপুর গ্রামের রিপন মিয়া (৩৩) নামে এক যুবক মোবাইল ফোনে জুয়া খেলতে বাধা দেওয়ায় ৯৯৯-এ কল দিয়ে নিরাপত্তাকর্মীকে ফাঁসাতে গিয়ে উল্টো ফেঁসে গেলেন এক যুবক। সোমবার (১৪ জুলাই) সকালে শাহপরাণ (রহ.) থানা এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযোগকারী যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার রিপন মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার তিমিরপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। বর্তমানে তিনি শাহপরাণ উত্তর জাহানপুর এলাকায় বসবাস করছেন।
পুলিশ জানায়, সোমবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে রিপন মিয়া (৩৩) নামের এক ব্যক্তি অভিযোগ করেন, টিলাগড় সরকারি কলেজের সামনে তার মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই হয়েছে। খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। রিপনের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ একটি গ্যারেজের সামনে থাকা জুনেদ মিয়া নামে একজন সিকিউরিটি গার্ডকে খুঁজে পায়। এসময় রিপন তাকে দেখেই হামলা চালান এবং মারধর শুরু করেন। পরে পুলিশ দুজনকে থানা হেফাজতে নেয়। থানায় নেওয়ার পরে রিপন মিয়া জুনেদ ও আফজলসহ আরও ২-৩ জনের বিরুদ্ধে ছিনতাইয়ের লিখিত অভিযোগ করেন। কিন্তু শুরু থেকেই রিপনের বক্তব্য সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তদন্ত শুরু করে।
এক পর্যায়ে পুলিশ জানতে পারে এখানে ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। উল্টো রিপন ও আফজল মোবাইল ফোনে জুয়া খেলছিলেন এবং টাকার লেনদেন নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এসময় নিরাপত্তার দায়িত্বে থাকা জুনেদ মিয়া তাদের সেখান থেকে সরিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে রিপন ৯৯৯-এ ফোন করে মিথ্যা অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশি জিজ্ঞাসাবাদে রিপন মিয়া ঘটনা স্বীকার করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মিথ্যা তথ্য প্রদান ও হয়রানিমূলক অভিযোগের কারণে রিপন মিয়াকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।