ছবি:সংগৃহীত
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে পানিতে ডুবে মো. সাব্বির রহমান (১৬) নামের এক কিশোরের মৃত্যুর কিছুক্ষণ পরই স্ট্রোক করে মারা যান তার দাদা মো. আছির উদ্দিন (৫৫)। শনিবার (১২ জুলাই) দুপুরে গ্রামের একটি পুকুরে ডুবে সাব্বির মারা যায়।
সাব্বির স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র ছিল। নাতির এমন অপ্রত্যাশিত মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি তার দাদা মো. আছির উদ্দিন। ঘটনার কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।
নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, সাব্বিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
একদিনে একই পরিবারের দুইজন সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা বহুদিন পর দেখেছে এই গ্রাম। দাদা-নাতির সম্পর্কের এমন করুণ পরিণতি হৃদয় ছুঁয়ে গেছে সবাইকে।