সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম স্ত্রী হিরা। ছবি:সংগৃহীত
শেরপুর সাব রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরাকে স্ত্রীসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়।
গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সাব রেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় তাদের আটক করা হয়।
এ সময় ছাত্র-জনতা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ মিছিল করেন এবং শাস্তির দাবি জানান। পরে সেখান থেকে পুলিশ তাদের আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়।