ছবি:সংগৃহীত
পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে ছুটিতে পাঠানো হয়েছে এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন রুহুল আলম সিদ্দিকী।
আজ বৃহস্পতিবার (২২ মে) এ বিষয়ে অফিস আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে শুক্রবার থেকেই এ আদেশ কার্যকর হবে।
অফিস আদেশে বলা হয়েছে, জসীম উদ্দিনের ছুটিতে যাওয়া সাপেক্ষে রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দৈনন্দিন কার্য সম্পাদন করবেন।
এর আগে, বুধবার (২১ মে) পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের দায়িত্ব ছাড়ার পেছনে কোনো ইস্যু নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, তিনি (পররাষ্ট্র সচিব) বর্তমানে চাকরিতে আছেন। দায়িত্ব পরিবর্তন হবে। আগামী কয়েক দিনের মধ্যে তিনি তার বর্তমান দায়িত্ব ছেড়ে দেবেন।