জান্নাত জাহান শিফা (২৩) ছবি:সময়ের সন্ধানে
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকার সাভারে পিতাকে কুপিয়ে হত্যার পর জাতীয় জরুরি সেবা -৯৯৯ ফোন করে মেয়ে জান্নাত জাহান শিফা (২৩)। বাবার খুনি মেয়ের ফোন পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৮ মে) সকালে সাভারের মজিদপুরের কাঠালবাগান এলাকার আব্দুল কাদেরের ভাড়া বাড়ির ৫ম তলা থেনে নিহতের মরদেহ উদ্ধার করে জান্নাতকে আটক করা হয়। এর আগে ভোর ৪টার দিকে পিতাকে হত্যার পর ৯৯৯ এ ফোন করে শিফা।
নিহতের নাম আব্দুস সাত্তার, তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। আটক জান্নাত জাহান শিফা তারই মেয়ে। প্রায় ৫ মাস আগে তারা ওই বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন বলে জানা গেছে।
সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ বলেন, আজ ভোর চারটার দিকে ৯৯৯ এর একটি ফোন আসে। জান্নাত জাহান শিফা নামের এক নারী বলেন তার বাবাকে তিনি হত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে তাকে গ্রেপ্তারের জন্য বলেন তিনি। তার দেওয়া খবরেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জান্নাতকে আট করা হয়েছে।
জান্নাত জাহান শিফা জানান, গতকাল রাতে ভাতের সাথে ২০টি ঘুমের ঔষধ মিশিয়ে বাবাকে খাবার খাওয়ান, পিতা ঘুমিয়ে পড়লে ভোর ৪টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ৯৯৯ এ কল করেন শিফা।
পুলিশ জানায়, ২০২২ সালে নাটোর জেলার সিংড়া থানায় পিতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন শিফা। সেই মামলায় জেলখেটে সাভারে মেয়ের সাথে আবার বসবাস শুরু করেন সাত্তার। এঘটনার জেরে তাদের মধ্যে সম্পর্ক ভাল যাচ্ছিলো না। হত্যার এটাই কারন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এসময় মেয়ে জান্নাতকে আটক করা হয়েছে। সাভার মডেল থানায় জান্নাতের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।