যুক্তরাষ্ট্রে ইসরায়েলি কনস্যুলেটের সামনে গায়ে আগুন ফিলিস্তিনের পতাকাধারীর

- আপডেট সময় : ১২:০০:০১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইসরায়েলি কনস্যুলেটের বাইরে নিজের গায়ে আগুন লাগিয়েছেন এক ব্যক্তি। তার কাছে ফিলিস্তিনি পতাকা থাকায় ধারণা করা হচ্ছে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে তিনি এমনটা করেছেন। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আগুন নেভানোর চেষ্টা করার সময় এক নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন।
বার্তা সংস্থা এপি‘র প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকালে আটলান্টার মিডটাউনে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় কনস্যুলেটের এক নিরাপত্তারক্ষী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ওই বিক্ষোভকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, কর্তৃপক্ষ ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি। তবে সেখান থেকে একটি ফিলিস্তিনি পতাকা উদ্ধার করা হয়েছে।
আটলান্টার পুলিশ প্রধান ড্যারিন শিয়েরবাউম এক সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় ইসরায়েলি কনস্যুলার কর্মীদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া তদন্তকারীরা বিশ্বাস করেন এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়।
তিনি বলেন, আমরা এখানে কোনো হুমকি দেখছি না। আমরা বিশ্বাস করি এটি প্রতিবাদ জানোর জন্যই এ ঘটনা ঘটিয়েছেন বিক্ষোভকারী।
আটলান্টা ফায়ার চিফ রডারিক স্মিথ জানিয়েছেন, বিক্ষোভকারীর অবস্থা আশঙ্কাজনক। যে ব্যক্তি তাকে থামানোর চেষ্টা করেছিলেন তারও কব্জি এবং পা পুড়ে গেছে।
শিয়েরবাউম বলেছেন, পুলিশ ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেড়ে যাওয়া উত্তেজনা সম্পর্কে আমরা সচেতন রয়েছি এবং কনস্যুলেটসহ নির্দিষ্ট স্থানে টহল জোরদার করা হয়েছে।