পাগল বেশে এসে পরিবারের সবাইকে অচেতন করলো বৃদ্ধ, অতঃপর…

- আপডেট সময় : ১১:২১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগরে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে একই পরিবারের সবাইকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা।
সোমবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন চরমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তারেক রহমান রকি।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে চরমার্টিন ইউনিয়নের শাহাব উদ্দিন বাজারের পূর্ব পাশে নুরনবীর বাড়িতে এ ঘটনা ঘটে। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন গৃহকর্তা নুরনবী (৫৫), তার স্ত্রী রোকেয়া বেগম (৪৬), ছেলে সৌদি প্রবাসী সুজন হোসেন (২৬), পুত্রবধূ সুমাইয়া আক্তার (২০) ও ছোট ছেলে ইমন হোসেন (১৪)। তাদের প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহকর্তা নুরনবীর মেয়ে মেরিনা আক্তার বলেন, আমি শনিবার সকালে বাবার বাড়িতে বেড়াতে আসি। দুপুরে এক বৃদ্ধও বাড়িতে আসে। দেখতে পাগলের মতো। তিনি খাবার চাইলে দেওয়া হয়। অসুস্থ হওয়ায় তাকে নিয়ে কোনো সন্দেহ করা হয়নি। সন্ধ্যার পরে সবাই খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। ধারণা করছি, হয়তো ওই বৃদ্ধ কোনোভাবে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে রেখেছিল। পরে রাতে সবাই অচেতন হয়ে পড়লে চুরি করার জন্য চোররা আসে।
নুরনবীর ভাতিজা জাবেদ হোসেন বলেন, চিৎকার শুনে ঘুম উঠে দেখি বাসার সব দরজা খোলা। বাসার বারান্দার রড কেটে ঘরে ঢুকে সব নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে চরমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তারেক রহমান রকি বলেন, ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। তাদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। এসব ঘটনায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।
হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ এখনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।