বিস্ফোরণে কাঁপল বিশ্ববিদ্যালয়, নিহত ৩

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে এক বিশ্ববিদ্যালয়ের ব্যামাগারে বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন।আরও অনেকে আহত হয়েছেন । স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে আজ রবিবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার সকালে মিনদানাও স্টেট ইউনিভার্সিটিতে (এমএসইউ) ক্যাথলিকদের জমায়েতে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনার নিন্দা জানিয়েছে মিন্দানাওয়ের গভর্নর। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ বিবেকহীন এবং জঘন্য সংঘর্ষে গভীরভাবে ব্যথিত এবং শঙ্কিত। 

এতে আরও বলা হয়েছে, সভ্য সমাজে সহিংসতার কোনো স্থান নেই এবং এমএসইউ-এর মতো উচ্চতর শিক্ষার প্রতিষ্ঠানে বিশেষভাবে ঘৃণ্য। আমরা খ্রিস্টান সম্প্রদায় এবং এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে সংহতি প্রকাশ করছি। 

তবে কারা এ হামলা চালিয়েছে এবং এ হামলার উদ্দেশ্য কী- তা নিয়ে কিছু বলা হয়নি। 

নিউজটি শেয়ার করুন