মুন্সীগঞ্জে বিয়ের এক দিন আগে তাল গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

- আপডেট সময় : ০১:৩২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মুন্সীগঞ্জে তাল গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।ছবি:সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগরে তাল গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আগামীকাল শুক্রবার শ্রীনগরের দামলা এলাকায় তার বিয়ে হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের পুরোহিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিফাত (২২) ওই এলাকায় তার মা ও ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায় বলে গেছে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ষোলঘর এলাকার ব্যবসায়ী জরিপ মোল্লা এবং মজিবুর রহমান সিফাতকে তাল পাড়ার জন্য সকালে ওই এলাকার রতন চৌধুরীর বাড়িতে নিয়ে যান। এ সময় তিনি তাল পাড়তে গিয়ে গাছ থেকে নিচে পড়ে আহত হন। পরে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই মো. আরাফাত বলেন, শুক্রবার (৩১ মে) শ্রীনগরের দামলা এলাকায় তার বিয়ে হওয়ার কথা ছিল। ইতোমধ্যে বিয়ের সবকিছু প্রস্তুত।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল তায়াবীর গণমাধ্যমকে জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।